বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

শেখ হাসিনাসহ ৮০ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১:০৭ এম
শেখ হাসিনাসহ ৮০ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলা
Site Logo
২৪ আগস্ট, ২০২৪
Featured Image
শেখ হাসিনাসহ ৮০ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলা
Land news 24
বিস্তারিত কমেন্টে
QR Code
Land news 24

ইমতিয়াজ আহমেদ রাসেল :ছাত্র আন্দোলনের সময় গত ১৯ শে জুলাই সাইনবোর্ড এলাকায় সরকার দলীয় অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আবুল হোসেন মিজি নামে একজন নিহত হওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) নিহতের মা শাহিদা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, পুত্র অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম, ভিপি বাদল সহ ৮০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। সেই সাথে অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার আবুল হোসেন মিজি বাসের ড্রাইভিং করার জন্য ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা হয়ে অটোরিকশাযোগে সাইন বোর্ড আসেন। এ সময় ছাত্র-জনতার রাস্তায় অবস্থান করায় অটো থেকে নেমে পরেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা সাইনবোর্ডে জড়ো হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলন পন্ড করতে গুলিবর্ষণ করেন। শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান তার হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করলে আবুল হোসেন মিজির পেটে গুলিবিদ্ধ হয়। এ সময় উপস্থিত সাংবাদিক মনির হোসেন, জুয়েল, আল আমিন, ইসলামসহ কয়েকজন মিলে তাকে উদ্ধার করে প্রো একটিভ মেডিকেলে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক ওসি নূরে আযম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাইয়ের ১৯ তারিখ সাইনবোর্ডে আবুল হোসেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আজকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন :

(১) শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পিতা-মৃতঃ শেখ মুজিবর রহমান, সাং-ঢাকা গনভবন,

(২) আনিছুল হক, সাবেক আইন ও বিচার মন্ত্রী,

(৩) আসাদুজ্জামান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা,

(৪) ওবায়দুল কাদের, সাবেক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী,

(৫) এ. কে. এম শামীম ওসমান, পিতা- মৃতঃ শামসুজ্জোহা, সাবেক সংসদ সদস্য

(৬) আজমেরী ওসমান, পিতা-মৃতঃ নাছিম ওসমান,

(৭) অয়ন ওসমান, পিতা- এ.কে.এম শামীম ওসমান,

(৮) আবুল হাসনাত সহিদ বাদল, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ,

(৯) শাহ নিজাম, পিতা- মৃতঃ নুরুউদ্দিন, সাং-উত্তর চাষাড়া নারায়ণগঞ্জ,

(১০) জানে আলম বিপ্লব, যুবলীগ নেতা, পিতা- আঃ মান্নান, সাং- তল্লা, ফতুল্লা, নারায়ণগঞ্জ,

(২০) তানভীর আহম্মেদ টিটু, পিতা- সাইফুদ্দিন আহম্মেদ, সাং- জামতলা, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ,

(২১) কামরুল হাসান মুন্না, পিতা- মৃতঃ আমির হোসেন, সাং- ১১৭ নলুয়া রোড, নারায়ণগঞ্জ,

(২২) বান্টি, পিতা- হারুন শাহ ২নং রেল গেইট, নারায়ণগঞ্জ,

(২৩) আশ্রাফুল ইসলাম রাফেল, পিতা- কাদির প্রধান, সাং-পশ্চিম মাসদাইর, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

(২৪) শাহ জালাল, পিতা- শের আলী মোস্তান, শেরে বাংলা রোড, মাসদাইর,

(২৫) মতিউর রহমান মতি, পিতা- মৃতঃ বাদশা মিয়া, সাং- সুমিলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ,

(২৬) রুহুল আমিন, পিতা- হেলালউদ্দিন মোল্লা, সাং- ধনকুন্ডা, গোদনাইল, সিদ্ধিরগঞ্জ,

(২৭) ফজর আলী, পিতা-মৃতঃ আমির আলী, সাং-নতুন সৈয়দপুর গোগনগর, নারায়ণগঞ্জ,

(২৮) খান মাসুদ, পিতা- মৃতঃ ছামছুদ্দিন, খান, সাং- যানবাড়ী, বন্দর, নারায়ণগঞ্জ,

(২৯) মোঃ পাবেল, পিতা- মৃত মজিবর রহমান, সাং- দেওভোগ, নারায়ণগঞ্জ

(৩০) বিটু, পিতা- মৃতঃ হাবলু মিয়া, সাং- তামাকপাই শীতলক্ষা, নারায়নগঞ্জ,

(৩১) দেলোয়ার প্রধান, পিতা- হারেস আলী, সাং- ২নং মাধবপাশা, কলাগাছিয়া, বন্দর, নারায়ণগঞ্জ,

(৩২) আব্দুস সালাম, পিতা- মোবারক ওরফে মোকরম আলী, সাং- কেওঢালা মননপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৩৩) কোরবান, পিতা- মেজবাহ উদ্দিন, সাং- মোল্লাবাড়ী, আমলাপাড়া, নারায়ণগঞ্জ,

(৩৪) আলী রেজা উজ্জল, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ, পিতা- আলী আহম্মেদ চুনকা, সাং- পশ্চিম দেওভোগ,

(৩৫) সাইফুল্লাহ বাদল, চেয়ারম্যান কাশিপুর ইউনিয়ন পরিষদ, নারায়ণগঞ্জ,

(৩৬) শওকত আলী চেয়ারম্যান বক্তাবলী ইউনিয়ন পরিষদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ,

(৩৭) জাহাঙ্গীর আলম, পিতা- মৃতঃ আফসার আলী, সাং- গোপাল নগর, বক্তাবলী,

(৩৮) মোঃ শাহিন রাজু সভাপতি, পিতা- জয়নাল বেপারী, সাং- মুক্তারকান্দি, আলীরটেক ইউনিয়ন, থানা+জেলা-নারায়ণগঞ্জ,

(৩৯) আব্দুল জলিল, পিতা- মৃতঃ আবেদ আলী, সাং- নবী নগর, এনায়েত নগর, নারায়ণগঞ্জ,

(৪০) আলিম শেখ পিতা- মৃতঃ আব্দুল কাদির শেখ, সাং- নবীনগর, এনায়েত নগর, নারায়ণগঞ্জ,

(৪১) আজমত আলী, পিতা- কালু মেম্বার, সাং-কুতুবআইল, ফতুল্লা, নারায়ণগঞ্জ

(৪২) মোঃ রিফাত, পিতা- নবু হোসেন, সাং-বড়বাড়ী, আমলাপাড়া, নারায়ণগঞ্জ,

(৪৩) মীর সোহেল, পিতা-মীর মোজাম্মেল আলী, সাং- ফতুল্লা চৌধুরীবাড়ী, ফতুল্লা, নারায়ণগঞ্জ,

(৪৪) শ্যামল, পিতা- মৃতঃ বাবুল মিয়া, সাং- বড় বাড়ী, আমলাপাড়া, নারায়ণগঞ্জ,

(৪৫) অহিদুজ্জামান অহিল, পিতা- হানিফ ওরফে হানিফা, সাং- ক্ষুরহর ২৭নং ওয়ার্ড, বন্দর, নারায়ণগঞ্জ,

(৪৬) শুভ, পিতা- আমির মিয়া, সাং- তিনগাঁও, উত্তরপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ,

(৪৭) হিমেল যান হিমু, পিতা-আশাবাদ্দিন, সাং-খানবাড়ী, উইলসন রোড, ওয়ার্ড নং- ২২, বন্দর, নারায়ণগঞ্জ,

(৪৮) এহসান উদ্দিন আহম্মেদ চেয়ারম্যান, বন্দর ইউনিয়ন পরিষদ, পিতা- মোসলেউদ্দিন, সাং- বন্দর, নারায়ণগঞ্জ,

(৪৯) ফয়সাল, পিতা- হোসেন, সাং-কাঁচপুর, বন্দর, নারায়ণগঞ্জ,

(৫০) নির্জর দাস, পিতা- শ্যামল দাস, সাং- দক্ষিন লক্ষনখোলা, বন্দর,

(৫১) টিপু সুলতান, সহ-সভাপতি, জেলা ছাত্রলীগ, পিতা- অজ্ঞাত, সাং- কায়েমপুর মটর বাড়ী, নারায়ণগঞ্জ,

(৫২) রামু সাহা, পিতা- মৃতঃ হরিপদ সাহা, নারায়নগঞ্জ হাউজিং সোসাইটি, নারায়ণগঞ্জ,

(৫৩) শুভ, ছাত্রলীগ নেতা, পিতা- অজ্ঞাত, সাং- ৩৫নং সিরাজদৌলা রোড, নারায়ণগঞ্জ,

(৫৪) মোঃ ছানি, ছাত্রলীগ নেতা, পিতা- অজ্ঞাত, সাং- সিরাজদৌলা রোড, নারায়ণগঞ্জ,

(৫৫) ওসমান গনি, পিতা- মৃতঃ আব্দুর রহিম, সাং- মারবদী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ,

(৫৬) মোঃ বিল্লাল হোসেন, পিতা- মৃতঃ হাফিজউদ্দিন, সাং- মারবদী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ

(৫৭) মামুনুর রশিদ, পিতা- মৃতঃ শহিদুল্লাহ ম্যানেজার, সাং-পূর্ব কেওঢালা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৫৮) মমিনুল, পিতা- আঘাত, সাং- শাহী মসজিদ, বন্দর, নারায়ণগঞ্জ,

(৫৯) গোলাম সারোয়ার সবুজ, পিতা- মৃতঃ হোসেন, সাং- র‍্যালী বাগান, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ,

(৬০) লাভলু, পিতা-সুরা প্রধান, সাং- নয়ানগর, কল্যান্দী, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ,

(৬১) নিশান, পিতা- আতাউল্লাহ, সাং- মুছাপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৬২) দুলাল প্রধান (সাবেক কাউন্সিলর), পিতা- আব্দুল বারেক, সাং- বন্দর কবরস্থান রোড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৬৩) সৌরভ, পিতা- আমান সরদার, সাং- কবিলের মোড়, নবীগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ,

(৬৪) সুমন, পিতা-আব্দুল জালাল, সাং- ১৪৮/৩ থকেন্দ্রচন্দ্র রোড, গলাচিপা, নারায়ণগঞ্জ,

(৬৫) জনি, পিতা- দেলোয়ার, সাং- পূর্ব ইসদাইর, বুড়ির দোকান, তাকওয়া, ফতুল্লা,

দোকান, তাকওয়া, ফতুল্লা,

(৬৬) সনি, পিতা- অজ্ঞাত, সাং-নবীগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ,

(৬৭) মোঃ শামীম, পিতা- মৃতঃ শামসুল হক, সাং- পাইকপাড়া, নয়াপাড়া, নারায়ণগঞ্জ,

(৬৮) রুবেল, পিতা- বিল্লাল হোসেন, সাং- জিমখানা, নারায়নগঞ্জ,

(৬৯) সোহেল, পিতা- মহসিন, সাং- পশ্চিম মাসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ,

(৭০) হৃদয়, পিতা- আলতাফ মার্টার, সাং- সৈয়ালবাড়ী, আমলাপাড়া, নারায়ণগঞ্জ,

(৭১) বাবুল প্রধান পিতা- মনোহর, সাং-মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ,

(৭২) খবির প্রধান, পিতা- আবুল হোসেন প্রধান, সাং- মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ,

(৭৩) মনোয়ার হোসেন, পিতা- মৃতঃ শিহাব উদ্দিন, সাং- বাক সরাইল, মুছাপুর, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ,

(৭৪) ড্রেজার রাজু পিতা- শাহ আলম, সাং- চিনারদি, থানা- বন্দর, জেলা-নারায়নগঞ্জ,

(৭৫) মিয়া বাবু (শফিউল্লা), পিতা- মৃতঃ ফারুক মিয়া, উইলসন রোড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৭৬) সানাউল্লা, পিতা- আলাউদ্দিন, সোনাকান্দা, নোয়াদ্দা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৭৭) মোঃ লিটন, পিতা- রিয়াজুল হক, সাং- নয়াগাঁও, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ,

(৭৮) আনোয়ার হোসেন আনু, পিতা- মৃতঃ আব্দুল মালেক মেম্বার, সাং- সোনাচড়া, বন্দর, নারায়নগঞ্জ,

(৭৯) নয়ন, পিতা-মোজাম্মেল হক, সাং- সোনাচরা, বন্দর, নারায়ণগঞ্জ,

(৮০) শাহাদাৎ, পিতা- মৃতঃ শাহাবুদ্দিন, সাং-ফরাজীকান্দা, বন্দর

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।

ওষুধ কোম্পানিতে চাকরির সুযোগ: সুবিধা, চ্যালেঞ্জ ও ক্যারিয়ার সম্ভাবনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ২:৪৭ পিএম
ওষুধ কোম্পানিতে চাকরির সুযোগ: সুবিধা, চ্যালেঞ্জ ও ক্যারিয়ার সম্ভাবনা

বর্তমান সময়ে ওষুধ শিল্প বাংলাদেশে অন্যতম দ্রুত বিকাশমান খাত। এই শিল্পে চাকরির বাজার ক্রমাগত প্রসারিত হচ্ছে, বিশেষ করে দক্ষ ও যোগ্য প্রার্থীদের জন্য। সম্প্রতি জনপ্রিয় ওষুধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি “এক্সিকিউটিভ – কিউএ/কিউসি” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিবেদনটিতে ওষুধ কোম্পানিতে চাকরির সুযোগ, সুবিধা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার বিস্তারিত আলোচনা করা হবে।

ওষুধ কোম্পানিতে চাকরির সুযোগ

বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এতে বিভিন্ন পদের জন্য নিয়মিত জনবল নিয়োগ দেওয়া হয়। এক্সিকিউটিভ – কিউএ/কিউসি পদের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগগুলো হলো:

  • উৎপাদন বিভাগ: যেখানে ওষুধ তৈরির প্রক্রিয়া তদারকি করা হয়।
  • গুণমান নিয়ন্ত্রণ (QC) ও গুণমান নিশ্চিতকরণ (QA): উৎপাদিত ওষুধের মান পরীক্ষা ও নিশ্চিত করা হয়।
  • গবেষণা ও উন্নয়ন (R&D): নতুন ওষুধ আবিষ্কার ও উন্নয়নের কাজ করা হয়।
  • বিপণন ও বিক্রয় বিভাগ: ওষুধের বাজারজাতকরণ ও বিক্রয় কৌশল নির্ধারণ করা হয়।

একজন চাকরিপ্রার্থী যদি উপযুক্ত যোগ্যতা অর্জন করতে পারেন, তবে তিনি সহজেই ওষুধ শিল্পে একটি উজ্জ্বল ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।

যোগ্যতা ও দক্ষতা

পপুলার ফার্মাসিউটিক্যালস-এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্সিকিউটিভ – কিউএ/কিউসি পদের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা ও দক্ষতা প্রয়োজন:

  • শিক্ষাগত যোগ্যতা: বি.ফার্ম/এম.ফার্ম অথবা কেমিস্ট্রি/অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিষয়ে এমএসসি ডিগ্রি।
  • অভিজ্ঞতা: ১-৩ বছরের অভিজ্ঞতা থাকা উত্তম, তবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
  • প্রযুক্তিগত দক্ষতা: জিএমপি, জিএলপি ও রেগুলেটরি গাইডলাইন সম্পর্কে জানাশোনা।
  • সমস্যা সমাধান ও বিশ্লেষণী দক্ষতা
  • যোগাযোগ দক্ষতা: দলগতভাবে কাজ করার সামর্থ্য।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

একটি ওষুধ কোম্পানিতে চাকরির অন্যতম প্রধান সুবিধা হলো আকর্ষণীয় বেতন কাঠামো ও বাড়তি সুযোগ-সুবিধা।

  • বেতন: প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় বেতন।
  • বোনাস: বছরে তিনটি উৎসব বোনাস।
  • অন্যান্য সুযোগ:
    • প্রভিডেন্ট ফান্ড
    • গ্র্যাচুইটি
    • ছুটি ভাতা
    • লভ্যাংশ শেয়ার
    • গোষ্ঠী জীবনবিমা
    • দুপুরের খাবারে ভর্তুকি
    • সপ্তাহে দুই দিন ছুটি

এসব সুযোগ-সুবিধা চাকরিপ্রার্থীদের জন্য একটি স্থিতিশীল কর্মজীবনের নিশ্চয়তা দেয়।

কাজের পরিবেশ ও চ্যালেঞ্জ

ওষুধ কোম্পানিতে চাকরি করা যেমন সম্ভাবনাময়, তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে।

কাজের চাপ ও সময়সীমা

ওষুধ শিল্পে মান নিয়ন্ত্রণ ও উৎপাদনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হয়, যা অনেক সময় চাপে ফেলে দিতে পারে।

নিয়ম-কানুনের কঠোরতা

ফার্মাসিউটিক্যালস শিল্পে জিএমপি ও অন্যান্য গাইডলাইন কঠোরভাবে মানতে হয়। এতে সামান্য ত্রুটিও বড় সমস্যা তৈরি করতে পারে।

টেকনিক্যাল দক্ষতা

গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণ বিভাগে কাজ করতে হলে টেকনিক্যাল দক্ষতা প্রয়োজন, যা অভিজ্ঞতা ছাড়া অর্জন করা কঠিন।

ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা

ওষুধ শিল্পে ক্যারিয়ার গড়ার অনেক সুযোগ রয়েছে। একজন QC বা QA এক্সিকিউটিভ থেকে ধাপে ধাপে উচ্চ পদে উন্নীত হওয়ার সুযোগ থাকে। কিছু সম্ভাব্য ক্যারিয়ার গ্রোথ হলো:

  • সিনিয়র এক্সিকিউটিভ
  • সহকারী ব্যবস্থাপক (QA/QC)
  • ব্যবস্থাপক (QA/QC)
  • গবেষণা ও উন্নয়ন প্রধান
  • উৎপাদন বিভাগের প্রধান

এছাড়া, অভিজ্ঞতা ও দক্ষতা বাড়িয়ে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতেও চাকরির সুযোগ তৈরি করা সম্ভব।

কীভাবে আবেদন করবেন?

পপুলার ফার্মাসিউটিক্যালস-এ আবেদন করতে হলে অনলাইনে নির্ধারিত লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ সময়

১০ ফেব্রুয়ারি ২০২৫।

প্রার্থীদের উচিত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা।

উপসংহার

বাংলাদেশের ওষুধ শিল্পে ক্যারিয়ার গড়ার সুযোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে, যারা কেমিস্ট্রি বা ফার্মাসি বিষয়ে পড়াশোনা করেছেন, তাদের জন্য এটি একটি স্বর্ণালী সুযোগ। বেতন, বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধার দিক থেকে এটি একটি আকর্ষণীয় খাত। তবে, কাজের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে দক্ষতা বাড়ানো ও নিয়মকানুন সম্পর্কে সম্যক ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এই শিল্পে ক্যারিয়ার গড়তে চান, তাহলে এটি আপনার জন্য একটি চমৎকার সুযোগ হতে পারে।